General Science M.C.Q Book PDF Any Exam 2024

Last Updated:

📗প্রিয় ছাত্রছাত্রী 📖

General Science M.C.Q Book PDF Any Exam 2024 : আজ  General  Science Book 2  শেয়ার করলাম। বইটিতে গুরুত্বপূর্ণ 210+  টি প্রশ্ন রয়েছে। যার মাধ্যমে তোমরা WBCS ★ WBP ★ Rail ★ Tet ★ Bank ★ CHSL ★ MTS ★ Defence প্রভৃতি পরীক্ষার প্রস্তুতিকে সমৃদ্ধশালী করে তুলতে পারবে। সুতরাং সময় নষ্ট না করে  নীচের Download Option  এ ক্লিক করুন এবং বইটি বিনামূল্যে Download করুন।

WBPSC Clerkship Previous Year Question Paper With Solution, Download PDF( 2000-2022)

General Science M.C.Q Book PDF Any Exam 2024

Highlights 

  • Total  Question —– 218 
  • PDF  Size ———– 1.32 MB
  • Total Page ———–18
  • Language ———— Bengali
  • Publisher ———— Target Berhampore  

1. জলের ফোঁটা রামধনু সৃষ্টি করে, কারণ





ANSWER= (C) সূর্যের আলোর প্রতিফলন ও প্রতিসরন

 

2. কোনো ছোট বস্তুকে বড় করে দেখতে যে যন্ত্র ব্যবহার করা হয়, তা হল–





ANSWER= (C) মাইক্রোস্কোপ

 

3. গ্যালভানাইজেশনে ব্যবহৃত ধাতু হল





ANSWER= (C) দস্তা

 

4. চুনাপাথর হল





ANSWER= (A) CaCO3

 

5. নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি অ্যাসিডের একটি অপরিহার্য উপাদান ?





ANSWER= (C) হাইড্রোজেন

 

6. নিম্নলিখিত সংকর ধাতুগুলির মধ্যে কোনটি তামার সংকর ধাতু নয় ?





ANSWER= (C) অ্যালনিকো

 

7. নীচের কোনটি লোহার আকরিক নয় ?





ANSWER= (D) কোনটিই নয়

 

8. ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয় ?





ANSWER= (D) ইথিলিন

 

9. যখন সাধারণ লবণ বরফের সঙ্গে মেশানো হয়,তখন মিশ্রণের হিমাঙ্ক





ANSWER= (A) কমে যায়

 

10. নীচের কোনটি তাপ ও তড়িতের কুপরিবাহী ?





ANSWER= (D) গ্রাফাইট


11. গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি দ্বারা কোন ধাতু নিষ্কাশন করা হয় ?





ANSWER= (C) লোহা

 

12. নীচের কোনটি মানব চোখে প্রতিসারক মাধ্যমরূপে কাজ করে?





ANSWER= (B) কর্নিয়া

 

13. জেনেটিক কোডের আবিস্কারক কে ?





ANSWER= (C) ডঃ খোরানা

 

14. প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি ?





ANSWER= (A) কার্বন-ডাই-অক্সাইড

 

15. জীবের সামগ্রিক বৃদ্ধি ঘটে কোন প্রকার কোশ বিভাজনে ?





ANSWER= (B) মাইটোসিস

 

16. মাছের গমনে সাহায্য করে কোন পেশি ?





ANSWER= (B) মায়োটোম পেশি

 

17. পায়রার ডানায় পালকের সংখ্যা হল





ANSWER= (A) 23 টি

 

18. প্যারামেসিয়ামের গমন অঙ্গের নাম কী ?





ANSWER= (C) সিলিয়া

 

19. একটি পরিবাহীর রোধ 10 ওহম, পরিবাহীতে তড়িৎ প্রবাহমাত্রা 3 অ্যাম্পিয়ার হলে, বিভবপার্থক্য কত হবে ?





ANSWER= (A) 30 ভোল্ট

 

20. একটি পরিবাহীর দুই প্রান্তের বিভবপার্থক্য 12 ভোল্ট এবং পরিবাহীর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হলে, পরিবাহীর রোধ কত ?





ANSWER= (C) 6 ওহম


আমাদের যে কোনো E-Book সরাসরি WhatsApp এর মাধ্যমে কিনতে বা কোনো সমস্যা হলে নিচের বটনে ক্লিক করে মেসেজ করুন -

Share This:

Leave a Comment

Our Student's Success

Item added to cart.
0 items - 0.00
× close ad