ভারতের জাতীয় পতাকা: Indian National Flag Details in Bengali

Published On:
পরীক্ষা প্রস্তুতি অ্যাপ:
  

📗প্রিয় ছাত্রছাত্রী 📖

আজ  ভারতের জাতীয় পতাকা সম্পর্কে আলোচনা করা হলো। জাতীয় পতাকার রং,ব্যবহার,ইতিহাস সবই বিস্তারিত দেওয়া হলো। সমস্ত নোটটি  PDF আকারে নীচে দেওয়া আছে।

Indian National Flag Details

  • জাতীয় পতাকার অর্থ :  যে কোনো দেশের ঐতিহ্য, গৌরব এবং মর্যাদার প্রতীক হল জাতীয় পতাকা । 
  •  ভারতের জাতীয় পতাকার শিল্পী  : পিঙ্গলি ভেঙ্কাইয়া (অন্ধ্রপ্রদেশের মছলিপট্টনম গ্রামের মানুষ)।
  • ভারতের জাতীয় পতাকার আকার :  আয়তাকার এবং দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3 : 2  অর্থাৎ লম্বা 2 ফুট হলে আড়ে 3 ফুট। গেরুয়া, সাদা, সবুজ রং সমান প্রস্থ বিশিষ্ট হতে হয়।

Independence day Quiz In Bengali: স্বাধীনতা দিবস সংক্রান্ত কুইজ

  • ভারতের জাতীয় পতাকার রং : ভারতের জাতীয় পতাকাতে অনুভূমিক ভাবে তিনটি রং আছে। সবার ওপরে গেরুয়া রং, মাঝে সাদা রং এবং নীচে সবুজ রং এবং সাদার মাঝখানে নীল রং এর অশোকচক্র থাকে।
  • ত্রিবর্ণ রঞ্জিত অশোকচক্র যুক্ত পতাকাজাতীয় পতাকা রূপে স্বীকৃতি : 1947 সালের 15 আগস্ট থেকে।
  • জাতীয় পতাকার গেরুয়া রং কিসের প্রতীক :  ত্যাগ, শৌর্য ও সেবার প্রতীক।
  • জাতীয় পতাকার সাদা রং কিসের প্রতীক  : শান্তি ও পবিত্রতার প্রতীক।
  • জাতীয় পতাকার সবুজ রং কিসের প্রতীক : জীবনধর্ম, নির্ভীকতা এবং কর্মশক্তির প্রতীক।
  • নীল রং এর অশোকচক্র কিসের প্রতীক : উন্নতি ও গতিশীলতার প্রতীক।
  • জাতীয় পতাকা ব্যবহারের নিয়ম :
    • ক) জাতীয় পতাকার স্থান থাকবে সবার ওপরে। বাড়ীর ছাদে অথবা বিভিন্ন  অনুষ্ঠান যেমন 26 জানুয়ারি, 15 আগস্ট-এ এই পতাকা উত্তোলিত করা যায়।
    • খ) এই জাতীয় পতাকার ডানদিকে বা উপরে অন্যকোনো পতাকা উত্তোলন করা যাবে না।
    • গ) কোনো মিছিলে জাতীয় পতাকা ব্যবহার করলে, তা সকলের সামনে থাকবে কিন্তু কখনই তা অনুভূমিক থাকবে না।
    • ঘ) জাতীয় পতাকা ছেঁড়া বা পোড়ানো যাবে না।
    • ঙ) সূর্যাস্তের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করতে হবে, এবং রাষ্ট্রীয় শোকের দিন জাতীয় পতাকা অর্ধনমিত করতে হয়।
  • ভারতের জাতীয় পতাকার ছবি প্রথম ডাকটিকিটে স্থান : 1947 সালের 21 নভেম্বর।
  • নকশা গ্রহণ করা হয় : ভারতের জাতীয় কংগ্রেসের স্বরাজ পতাকা থেকে।
  • কোন্ কাপড়ে তৈরি :খাদি।
  • নিয়মানুযায়ী তৈরি করেন : খাদি উন্নয়ন গ্রামীণ উন্নয়ন নিগম (Khadi Development & Village Industries Commission) 
  • নকশাটি কেন্দ্রীয় সাংবিধানিক সভায় অনুমোদন পায় : 1947 সালের 22 জুলাই।

জাতীয় পতাকা সম্পর্কিত কিছু প্রশ্ন

1. জাতীয় পতাকা কিসের প্রতীক?

উত্তর: কোন দেশের ঐতিহ্য, গৌরব এবং মর্যাদার প্রতীক

2. ভারতীয় জাতীয় পতাকা রূপকার কে?

উত্তর: পিঙ্গলি ভেঙ্কাইয়া (অন্ধ্রপ্রদেশের মাসুলিপত্নাম এর বাসিন্দা)

3. ভারতীয় জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?

উত্তর: 3 : 2

4. ভারতীয় জাতীয় পতাকার অশোক চক্রে কটি দন্ড থাকে?

উত্তর: 24 টি 

5. কবে থেকে ভারতীয় জাতীয় পতাকার বর্তমান রূপটি গৃহীত হয়েছে?

উত্তর: 1947 সাল 15 ই আগস্ট থেকে

6. ভারতীয় জাতীয় পতাকার গেরুয়া রং কিসের প্রতীক?

উত্তর: ত্যাগ, শৌর্য ও সেবার প্রতীক

7. ভারতীয় জাতীয় পতাকার সাদা রং কিসের প্রতীক?

উত্তর: শান্তি ও পবিত্রতার প্রতীক 

8. ভারতীয় জাতীয় পতাকার সবুজ রং কিসের প্রতীক?

উত্তর: নির্ভীকতা, কর্মশক্তি ও জীবন ধর্মের প্রতীক

9. ভারতীয় জাতীয় পতাকার অশোক চক্র কিসের প্রতীক?

উত্তর: উন্নতি ও গতিশীলতা প্রতীক

10. জাতীয় পতাকার ছবি প্রথম কবে ডাকটিকিটে স্থান পেয়েছিল?

উত্তর: 1947 সাল 21 শে নভেম্বর

11. ভারতীয় জাতীয় পতাকার নকশা পূর্ববর্তী কোন পতাকা থেকে গ্রহণ করা হয়?

উত্তর: জাতীয় কংগ্রেসের স্বরাজ পতাকা থেকে

12. ভারতীয় আইন অনুযায়ী জাতীয় পতাকা কোন ধরনের কাপড়ের তৈরি হয়?

উত্তর: খাদি কাপড়

13. ভারতীয় জাতীয় পতাকার নকশা টি কবে কেন্দ্রীয় সাংবিধানিক সভায় অনুমোদিত হয়?

উত্তর: 1947 সাল 22 জুলাই

14. ভারতীয় জাতীয় পতাকার মাঝে অবস্থিত অশোক চক্রটি কি রঙের?

উত্তর: নীল রঙের।

15. সংবিধানের নিয়ম অনুযায়ী জাতীয় পতাকা কোন বিভাগ তৈরি করে?

উত্তর: খাদি উন্নয়ন ও গ্রামীণ শিল্প উন্নয়ন নিগম (Khadi Development & Village Industries Commission)।

16. জাতীয় পতাকা কোন স্থানের কোন জায়গায় স্থাপন করতে হবে?

উত্তর: জাতীয় পতাকা কোন স্থানের সবচেয়ে উঁচু জায়গায় স্থাপন করতে হবে।

 

আমাদের যে কোনো E-Book সরাসরি WhatsApp এর মাধ্যমে কিনতে বা কোনো সমস্যা হলে নিচের বটনে ক্লিক করে মেসেজ করুন -

Share This:

Our Student's Success

Item added to cart.
0 items - 0.00
Sorry this site disable right click
Sorry this site disable selection
Sorry this site is not allow cut.
Sorry this site is not allow copy.
Sorry this site is not allow paste.
Sorry this site is not allow to inspect element.
Sorry this site is not allow to view source.