ANM GNM Science Suggestion in Bengali: ভৌত বিজ্ঞানের তাপ ও উষ্ণতা থেকে গুরুত্বপূর্ণ M.C.Q প্রশ্ন

Published On:
পরীক্ষা প্রস্তুতি অ্যাপ:
  

সামনেই নার্সিং পরীক্ষা।যারা নার্সিং পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমাদের কথা ভেবে ভৌত বিজ্ঞানের প্রস্তুতিকে আরো উন্নত করবে আজকের এই পোস্ট। আজকে তোমাদের জন্য ভৌত বিজ্ঞানের একটি অধ্যায় তাপ ও উষ্ণতা থেকে বিগত বছরে আসা গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন দেয়া হলো। সবশেষে pdf ডাউনলোড অপশন আছে। 

ANM GNM Science M.C.Q Heat & Temperature

1. ‘কৃষ্ণ গহ্বর’ হল এমন একটি স্থান যা কোনো বিকিরণকে নির্গত হতে দেয় না। এরূপ ধর্মের কারণ হল, এর-

  • [A] খুব ক্ষুদ্র আকার
  • [B] খুব বৃহৎ আকার
  • [C] অতীত উচ্চ ঘনত্ব
  • [D] অতীত ক্ষুদ্র আকার

2. ‘রেড সিফ্ট’ কার উদাহরণ?

  • [A] উচ্চ কম্পাঙ্কের শোষণ
  • [B] নিম্ন উষ্ণতার নির্গমন
  • [C] ডপ্লার এফেক্ট
  • [D] অজানা ঘটনা

3. সমতলের তুলনায় মরুভূমিতে রাত্রি অধিক শীতল হয়, কারণ-

  • [A] মাটির থেকে বালি বেশি তাড়াতাড়ি তাপ বিকিরণ করে
  • [B] বেশিরভাগ সময়েই আকাশ পরিষ্কার থাকে
  • [C] মাটির থেকে বালি তাড়াতাড়ি তাপ শোষ করে
  • [D] উপরোক্ত কোনটিই নয়

4. উত্তম তাপশোষক পদার্থগুলি-

  • [A] নিম্নমানের বিকিরক
  • [B] বিকিরণ করে না
  • [C] উত্তম বিকিরক
  • [D] উত্তম পালিশযুক্ত

5. সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে কোন পদ্ধতিতে?

  • [A] পরিবহণ
  • [B] পরিচলন
  • [C] বিকিরণ
  • [D] কোনোটিই নয়
জীবন বিজ্ঞানভৌত বিজ্ঞান
প্রাণী কলা কার্য, ক্ষমতা ও শক্তি
প্রাণীজগতের শ্রেণীবিন্যাস
জিনবিদ্যা 
স্বাস্থ, পুষ্টি, রোগসমূহ
হরমোন 
ভিটামিন
রোগ জীবাণু
স্নায়ুতন্ত্র
রক্ত পরিবহন
মানবদেহের গঠন

6. সোলার কুকার কার অনুরূপ নীতিতে কাজ করে?

  • [A] বোলোমিটার
  • [B] পাইরোমিটার
  • [C] গ্রিন হাউস
  • [D] গ্যালভানোমিটার

7. কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পাঠ দেখাবে?

  • [A] + 40°
  • [B] – 20°
  • [C] + 20°
  • [D] – 40°

8. একটি রেফ্রিজারেটরকে চালু করে বদ্ধ ঘরে রাখা হলে, ঘরের উষ্ণতা—

  • [A] কমবে
  • [B] বাড়বে
  • [C] একই থাকবে
  • [D] কোনোটিই নয়

9. সংকট উষ্ণতার নীচে, উপযুক্ত চাপে গ্যাস তরলে পরিবর্তিত হয়, কারণ-

  • [A] অণুগুলির নির্দিষ্ট আয়তন আছে
  • [B] অণুগুলির বিক্ষিপ্তভাবে ছুটে বেড়ায়
  • [C] অণুগুলির মধ্যে আন্তঃ আণবিক বল কাজ করে
  • [D] অণুগুলির গোলাকার

10. নিম্নলিখিত কোন উপাদানটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাপরোধী?

  • [A] হাফনিয়াম কারবাইড (HFC)
  • [B] ন্যানো মেটেরিয়াল (NM)
  • [C] টাইটেনিয়াম (TM)
  • [D] উপরের কোনোটিই নয়

11. একটি তরলকে যখন 4°C পর্যন্ত ঠাণ্ডা করা হয়, তখন সেটি সংকুচিত হয়ে যায়, কিন্তু তারপর O°C পর্যন্ত উষ্ণতা কমানোর সময় সেটি প্রসারিত হতে থাকে। তরল পদার্থটি হল-

  • [A] অ্যালকোহল
  • [B] জল
  • [C] গলিত লোহা
  • [D] পারদ

12. বায়ুমণ্ডলে মেঘেরা ভেসে বেড়াতে পারে, তার কারণ তাদের কম-

  • [A] উষ্ণতা
  • [B] বেগ
  • [C] চাপ
  • [D] ঘনত্ব

13. একটি সাদা ও মসৃণ তল হল, তাপের-

  • [A] উত্তম শোষক ও নিম্নমানের প্রতিফলক
  • [B] নিম্নমানের শোষক ও নিম্নমানের প্রতিফলক
  • [C] উত্তম শোষক ও উত্তম প্রতিফলক
  • [D] নিম্নমানের শোষক ও উত্তম প্রতিফলক

14. তাপ বিকিরকের কোন রংটি সর্বোচ্চ উষ্ণতা নির্দেশ করে?

  • [A] রক্তাভ লাল
  • [B] গাঢ় চেরী রং
  • [C] গোলাপি কমলা
  • [D] সাদা

15. একটি স্টিম ইঞ্জিনে ফুটন্ত জলের উষ্ণতা অনেক বেশি হতে পারে, কারণ-

  • [A] জলে অদ্রাব্য পদার্থ মিশ্রিত আছে
  • [B] বয়লার-র ভেতর নিম্নচাপ রয়েছে
  • [C] রয়লার-র ভেতর উচ্চচাপ রয়েছে
  • [D] উচ্চ উষ্ণতার আগুন জ্বলছে

16. কোনো জলপ্রপাতের উপরের অংশের তুলনায় নিচের অংশের উষ্ণতা বেশি থাকে। কারণ-

  • [A] নিচের অংশের জলের স্থিতিশক্তি বেশি
  • [B] নিচের তলটি তাপ সরবরাহ করে
  • [C] পড়ন্ত জলের গতিশক্তি তাপশক্তিতে পরিবর্তিত হয়ে যায়
  • [D] জল পরিবেশ থেকে তাপ শোষণ করে

17. ‘হট ওয়াটার ব্যাগ’-এ জল ব্যবহার করা হয়, কারণ-

  • [A] এটি সহজে পাওয়া যায়
  • [B] এটি সস্তা এবং ক্ষতিকারক নয়
  • [C] এর আপেক্ষিপ তাপ বেশি
  • [D] জল গরম করা সহজ

18. ধাতব কেটলির কাঠের হাতল থাকে। কারণ-

  • [A] কাঠ হল তাপের কুপরিবাহী
  • [B] ইলেকট্রিক শক্ থেকে রক্ষা করে
  • [C] সৌন্দর্যায়নের জন্য
  • [D] পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য

19. নিম্নলিখিতদের মধ্যে কোনটি তাপের সবথেকে ভালো পরিবাহী?

  • [A] অ্যালকোহল
  • [B] পাদর
  • [C] ইথার
  • [D] জল

20. কোনো তরলের স্ফুটনাঙ্ক কিভাবে কমানো যেতে পারে?

  • [A] নিম্ন গলনাঙ্কের কঠিন পদার্থ মিশিয়ে
  • [B] কঠিন দ্রাব্য পদার্থ মিশিয়ে
  • [C] তরলের চাপ বৃদ্ধি করে
  • [D] তরলের চাপ কমিয়ে

21. কোনো অত্যধিক উষ্ণ দিনের পরে, লোকেরা ছাদে জল ছেটায় কেন?

  • [A] জল, ছাদের আশেপাশের তাপ শোষণ করে নিতে সাহায্য করে
  • [B] জলের আপেক্ষিক তাপ কম
  • [C] জলের বাষ্পীভবনের লীনতাপ বেশি
  • [D] জল সহজলভ্য পদার্থ

22. রান্নার সময়ে সবজির মধ্যে সামান্য নুন মিশিয়ে দিলে কম সময়ে রান্না হয়ে যায়। কারণ-

  • [A] জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়
  • [B] জলের বাষ্পীভবনের নীলতাপ কমে যায়
  • [C] জলের বাষ্পীভবনের নীলতাপ বেড়ে যায়
  • [D] জলের স্ফুটনাঙ্ক কমে যায়

23. অনেকগুলি সৌরকোশ নির্দিষ্ট সজ্জায় সংযুক্ত করলে তাকে বলা হয়-

  • [A] ব্যাটারী
  • [B] সোলার হিটার
  • [C] সোলার কুকার
  • [D] সোলার সেল প্যানেল

24. ফোটোইলেকট্রিক এফেক্ট-র জন্য ক্যাথোডে ব্যবহৃত ধাতুটির __________ থাকতে হবে।

  • [A] উচ্চ গলনাঙ্ক
  • [B] নিম্ন গলনাঙ্ক
  • [C] নিম্ন কার্যশক্তি
  • [D] নিম্ন রোধাঙ্ক

25. ‘পরম শূন্য’ বলতে বোঝায়-

  • [A] যে উষ্ণতায় সমস্ত আণবিক চলন বন্ধ হয়ে যায়
  • [B] যে উষ্ণতায় জল ফুটতে শুরু করে
  • [C] যে উষ্ণতায় তরল হিলিয়াম ফুটতে শুরু করে
  • [D] যে উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়

26. নিম্নলিখিত কোন ধাতুর তাপ পরিবাহীতা সর্বোচ্চ?

  • [A] লোহা
  • [B] অ্যালুমিনিয়াম
  • [C] রূপা
  • [D] তামা

27. পৃথিবীতে শক্তি উৎপাদনের দ্বিতীয় বৃহত্তম উৎস হল-

  • [A] জীবাশ্ম জ্বালীনী
  • [B] নবীকরণযোগ্য শক্তি
  • [C] নিউক্লীয় শক্তি
  • [D] কোনোটিই নয়

28. জলের থেকে অ্যালকোহল অনেক তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে যায়, কারণ জলের তুলনায় অ্যালকোহলের কম।

  • [A] স্ফুটনাঙ্ক
  • [B] সান্দ্রাতা
  • [C] ঘনত্ব
  • [D] পৃষ্ঠটান

29. ফ্যানের কাছে বসলে আমাদের ঠাণ্ডা লাগে। কারণ-

  • [A] ফ্যান ঠাণ্ডা হওয়া উৎপন্ন করে
  • [B] ফ্যান আশপাশের পরিবেশকে ঠান্ডা করে দেয়
  • [C] বায়ুপ্রবাহ আমাদের দেহের ঘামকে বাষ্পীভূত করে
  • [D] বায়ু আমাদের দেহ স্পর্শ করে

30. বরফের কাঠের গুঁড়ো দিয়ে ঢেকে রাখা হয় কেন?

  • [A] কাঠের গুঁড়ো সহজে গলে যায় না
  • [B] কাঠের গুঁড়ো তাপের কুপরিবাহী
  • [C] কাঠের গুঁড়ো তাপের সুপরিবাহী
  • [D] কাঠের গুঁড়ো বরফের সাতে আটকে থাকে না

31. ‘Radiant heat’ শনাক্ত করার জন্য নিম্নলিখিত কেন্দ্র যন্ত্র ব্যবহার করা হয়?

  • [A] তরল থার্মোমিটার
  • [B] থার্মোপাইল
  • [C] Six’s ম্যাক্সিমাম ও মিনিমাম থার্মোমিটার
  • [D] স্থির আয়তন গ্যাস থার্মোমিটার

32. একটি ঘরে আপেক্ষিক আর্দ্রতা 50 শতাংশ যখন ঘরটির তাপমাত্রা 30°C। যদি ঘরের তাপমাত্রা 40°C করা হয়, তাহলে ঘরটির আপেক্ষিক আর্দ্রতা-

  • [A] বেড়ে যায়
  • [B] কোনো পরিবর্তন হবে না
  • [C] কমে যাবে
  • [D] কমা বা বাড়া ঘরের আয়তনের ওপর নির্ভরশীল

33. কোনো বস্তুর তাপমাত্রা 1K বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে বলা হয়-

  • [A] আপেক্ষিক তাপ
  • [B] তাপগ্রাহিতা
  • [C] জলসম
  • [D] কোনোটিই নয়

34. সব কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের আপেক্ষিক তাপের তুলনা করে দেখা যায়-

  • [A] জলের আপেক্ষিক তাপই সর্বোচ্চ
  • [B] সব গ্যাসের আপেক্ষিক তাপ জলের চেয়ে বেশি
  • [C] হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের আপেক্ষিক তাপ জলের চেয়ে বেশি
  • [D] সব গ্যাস ও তরলের আপেক্ষিক তাপ জলের চেয়ে বেশি

35. জলকে 7°C থেকে 1°C তে ঠাণ্ডা করলে কী ঘটবে?

  • [A] সংকুচিত হবে
  • [B] প্রথম সংকুচিত এবং পরে প্রসারিত হবে
  • [C] প্রসারিত হবে
  • [D] প্রথমে প্রসারিত এবং পরে সংকুচিত হবে

36. দুটি বস্তুর উচ্চতা সমান হওয়ার অর্থ হল-

  • [A] ওদের আপেক্ষিক তাপ সমান
  • [B] ওদের তাপধারণ ক্ষমতা সমান
  • [C] ওদের মধ্যে তাপের পরিমাণ সমান
  • [D] ওরা পরস্পর সংলগ্ন হলে তাপের আদান প্রদান ঘটবে না

37. কোন তলটি তাপের উত্তম শোষক?

  • [A] সাদা অমসৃণ তল
  • [B] কালো অমসৃণ তল
  • [C] সাদা মসৃণ তল
  • [D] কালো মসৃণ তল

38. নিম্নলিখিদের মধ্যে কোনটির তাপের নিকৃষ্ট পরিবাহক?

  • [A] তামা
  • [B] লোহা
  • [C] সোনা
  • [D] কাঠ

39. নিম্নলিখিতদের মধ্যে কোনটির আপেক্ষিক তাপ সর্বাধিক?

  • [A] কাচ
  • [B] জল
  • [C] সীসা
  • [D] তামা

40. লোহা ও পিতলের দ্বি-ধাতব পাত গরম করলে বেঁকে যাওয়ার কারণ হল-

  • [A] লোহা ও পিতল তাপে নরম হয়ে যায়
  • [B] লোহা ও পিতলের আপেক্ষিক তাপ বিভিন্ন
  • [C] ওদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বিভিন্ন
  • [D] উত্তপ্ত হলে ওদের উষ্ণতা সমান থাকে না

Answar key

1.C6.C11.B16.C21.C26.C31.D36.D
2.C7.D12.A17.C22.A27.B32.C37.B
3.A8.B13.D18.A23.D28.A33.B38.D
4.C9.C14.D19.B24.C29.C34.C39.B
5.C10.A15.C20.D25.A30.B35.B40.C

Download Science Work Heat & Temperature

আমাদের যে কোনো E-Book সরাসরি WhatsApp এর মাধ্যমে কিনতে বা কোনো সমস্যা হলে নিচের বটনে ক্লিক করে মেসেজ করুন -

Share This:

Our Student's Success

Item added to cart.
0 items - 0.00
Sorry this site disable right click
Sorry this site disable selection
Sorry this site is not allow cut.
Sorry this site is not allow copy.
Sorry this site is not allow paste.
Sorry this site is not allow to inspect element.
Sorry this site is not allow to view source.