ICC T-20 World Cup 2024 Details in Bengali: ICC টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ২০২৪ বাংলাতে বিস্তারিত

Published On:
পরীক্ষা প্রস্তুতি অ্যাপ:
  

সাম্প্রতি গোটা ভারতবর্ষ জুড়ে এক রকম উৎসবের মহল চলছে। উৎসবের কারণ হলো দীর্ঘ 17 বছর পর ICC T-20 বিশ্বকাপ জয় করলে ভারত। আজকের এই পোস্টে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর সম্পূর্ণ বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেব। সবশেষে রয়েছে পিডিএফ ডাউনলোড অপশন।

ICC T-20 World Cup 2024 Details in Bengali

1. ICC এর পুরো নাম কি?

Ans :: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।

2. ICC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

Ans :: সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইতে।

3. ICC এর বর্তমান চেয়ারম্যান কে?

Ans ::  গ্রেগ বার্কলে ( 2024 )

4. BCCI এর পুরো নাম কি?

Ans :: বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া

5. BCCI এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

Ans :: মুম্বাইয়ের চার্চগেটে।

6. BCCI এর বর্তমান সভাপতি কে?

Ans :: রজার বিনি ( 2024 )

7. BCCI এর বর্তমান সেক্রেটারি কে?

Ans ::জয় শাহ ( 2024 )

8. ICC  T-20 বিশ্বকাপ 2024 কততম সংস্করণ?

Ans :: 2024 আইসিসি পুরুষ টি 20 বিশ্বকাপ হল নবম সংস্করণ।

9. ICC  T-20 বিশ্বকাপ 2024 কবে শুরু হয়?

Ans :: 1লা জুন 2024

10. ICC  T-20 বিশ্বকাপ 2024 কবে শেষ হয়?

Ans :: 29 শে জুন 2024

11. 2024 T-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে?

Ans :: 2024 সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হয়েছে।

12. 2024 T-20 বিশ্বকাপ কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল?

Ans :: ভারত ও দক্ষিণ আফ্রিকা।

13. 2024 T-20 ফাইনাল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

Ans :: বার্বাডোজ।

Officer Ranks in Indian Army in Bengali: ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন পদ বাংলাতে

14. T-20 বিশ্বকাপ 2024 কোন দেশ জিতেছে?

Ans :: ভারত।

15. T-20 বিশ্বকাপ 2024 এ বিজয়ী দলকে ICC এর তরফ থেকে কত টাকা পুরস্কার দেওয়া হয়েছে ? 

Ans :: 20.42 কোটি।

16. T-20 বিশ্বকাপ 2024 এ বিজয়ী দলকে BCCI এর তরফ থেকে কত টাকা পুরস্কার দেওয়া হয়েছে ? 

Ans :: 125 কোটি।

17. 2024 T-20 বিশ্বকাপে মোট কয়টি দল অংশগ্রহণ করেছিল?

Ans :: 20 টি।

18. 2024 T-20 বিশ্বকাপে মোট ম্যাচ হয়েছিল?

Ans :: 55 টি।

19. T-20 বিশ্বকাপ 2024 রানার আপ কোন দেশ?

Ans :: দক্ষিণ আফ্রিকা।

20. T-20 বিশ্বকাপ 2024 এ রানার আপ দলকে ICC এর তরফ থেকে কত টাকা পুরস্কার দেওয়া হয়েছে ? 

Ans :: 10.67 কোটি।

21. 2024 T-20 বিশ্বকাপের সেমিফাইনালে কোন কোন দল অংশগ্রহণ করেছিল?

Ans :: আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা এবং ভারত বনাম ইংল্যান্ড।

22. 2024 সালের T-20 বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে ছিলেন?

Ans :: জসপ্রিত বুমরাহ।

23. 2024 T-20 বিশ্বকাপ ফাইনালের প্লেয়ার অফ দ্য ম্যাচ কে?

Ans :: বিরাট কোহলি।

24. 2024 T-20 বিশ্বকাপ ফাইনালের স্মার্ট ক্যাচ অফ দ্য ম্যাচ কে?

Ans :: সূর্যকুমার যাদব।

25. 2024 T-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি রান কার?

Ans :: আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ (281 রান)।

26. 2024 সালে T-20 তে সবচেয়ে বেশি উইকেট কার?

Ans :: আফগানিস্তানের ফজলহক ফারুকী এবং ভারতের আর্শদীপ সিং (17 টি)।

27. 2024 T-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন কে?

Ans ::এইডেন মার্কর‍্যাম (8 টি)।

28. 2024 T-20 বিশ্বকাপে সব থেকে বেশি ছক্কা মেরেছেন কে?

Ans :: ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান (17 টি)।

29. 2024 T-20 বিশ্বকাপে সব থেকে বেশি হাফ সেঞ্চুরি কার?

Ans :: ভারতের রোহিত শর্মা ও আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ (3 টি)।

30. ভারত কতবার T-20 বিশ্বকাপ জিতেছে?

Ans :: দুইবার ( 2007 ও 2024 )

31. ভারত প্রথম T-20 বিশ্বকাপ কবে জিতেছিল?

Ans :: 2007 সালে।

32. প্রথম T-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

Ans :: 2007 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়।

33. T-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি রান কার?

Ans :: ভারতের বিরাট কোহলি (1292 রান)।

34. T-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট কার?

Ans :: বাংলাদেশের সাকিব আল হাসান (50টি)।

35. T-20 বিশ্বকাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে?

Ans ::2026 T-20 বিশ্বকাপের আসর ভারত এবং শ্রীলঙ্কায় বসতে চলেছে।

36. ইংল্যান্ড কতবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ?

Ans :: দুবার ( 2010 ও 2022 )

37. ওয়েস্ট ইন্ডিজ কতবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ?

Ans :: দুবার ( 2012 ও 2016 )

38. পাকিস্তান কতবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ?

Ans :: একবার ( 2009 )

39. অস্ট্রেলিয়া কতবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ?

Ans :: একবার ( 2021 )

40. শ্রীলংকা কতবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ?

Ans :: একবার ( 2014 )

ICC T-20 World Cup 2024 Details in Bengali PDF Download

আমাদের যে কোনো E-Book সরাসরি WhatsApp এর মাধ্যমে কিনতে বা কোনো সমস্যা হলে নিচের বটনে ক্লিক করে মেসেজ করুন -

Share This:

Leave a Comment

Our Student's Success

Item added to cart.
0 items - 0.00
Sorry this site disable right click
Sorry this site disable selection
Sorry this site is not allow cut.
Sorry this site is not allow copy.
Sorry this site is not allow paste.
Sorry this site is not allow to inspect element.
Sorry this site is not allow to view source.