Antertica Ocean in Competitive Exam: আন্টার্কটিকা মহাদেশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Published On:
পরীক্ষা প্রস্তুতি অ্যাপ:
  

প্রিয় ছাত্রছাত্রী। 

আজ এক নজরে আন্টার্কটিকা মহাদেশ নিয়ে সংক্ষিপ্ত  আলোচনা করা হলো। প্রায় সমস্ত রকমের  প্রশ্নউত্তর  রয়েছে এখানে। আশাকরছি তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই  Share করো।

আন্টার্টিকা মহাদেশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

  • আন্টার্কটিকা মহাদেশের অবস্থান ———-কুমেরুবৃত্ত 
  • আন্টার্কটিকার গড় তাপমাত্রা — — 60°C থেকে — 80° C 
  • আন্টার্কটিকার আবহাওয়া —– শীতল এবং শুষ্ক 
  • আন্টার্কটিকার বৃষ্টিপাত—4 মিলিমিটাররের কম ( বছরে) 
  • আন্টার্কটিকা মহাদেশের অপর নাম——- শ্বেত মহাদেশ  ; গতিশীল মহাদেশ( শীতকালে) ; বিজ্ঞানের জন্য সমর্পিত মহাদেশ 

National Parks In India 2024 Free PDF Download Complete State Wise List With Map : ভারতের জাতীয় উদ্যান

  • আন্টার্কটিকার লোকসংখ্যা শুণ্য (0) তবে গ্রীষ্মকালীন লোকসংখ্যা—–5000 জন।
  • শীতকালীন লোকসংখ্যা —–1000 জন। 
  • আন্টার্কটিকার উচ্চতম শৃঙ্গমাউন্ট উইনসেন 
  • আন্টার্কটিকার সক্রিয় আগ্নেয়গিরি —–এরবুস (এটি পৃথিবীর সবথেকে দক্ষিনতম) 
  •  আন্টার্কটিকার পর্বতশ্রেণি—– ট্রান্স আন্টারটিকা মাউন্টেন(পশ্চিমদিক ছোটো এবং পূর্বদিক বড়ো) 
  • আন্টার্কটিকার প্রথম মানুষের পদার্পণ ——–1821 সালে। 
  • আন্টার্কটিকায় প্রথম পদর্পন কারী ব্যক্তি—–জন ডেভিস (সিল মাছ ধরতে এসেছিলেন) ❑আন্টার্কটিকার ট্রান্স আন্টারটিক মাউন্টেন আন্টার্কটিকাকে প্রায় সমান দুটি ভাগে আড়াআড়ি ভাবে ভাগ করেছে। 
  • 1911 সালে অ্যামসন্ড (নরওয়ে) প্রথম আন্টার্কটিকার দক্ষিণ মেরুতে পৌঁছান। 
  • আন্টার্কটিকাকে অষ্ট্রেলিয়ার যমজ মহাদেশ বলা হয়। 
  • আন্টার্কটিকাতে গ্রীষ্মকালে একটি মাত্র নদী প্রবাহিত হয় — নদীটির নাম অ্যানেক্স। 
  • আন্টার্কটিকা ভ্রমনকারী প্রথম ভারতীয়—–রামচরণ 

80 Ramsar Sites in India in Bengali Free PDF : ভারতের 80 টি রামসার সাইট তালিকা 2024

  • আন্টার্কটিকা ভ্রমনকারী প্রথম ভারতীয় মহিলা—– সুদিপ্তা সেনগুপ্তা (1983) 
  • আন্টার্কটিকা অভিযানে ভারতীয় নেতৃত্ব দিচ্ছেন—– ডঃ শহিদজহর কাশী (1981-82) 
  • আন্টার্কটিকায় অবস্থিত ভারতীয় গবেষণা কেন্দ্র—– দক্ষিণ গঙ্গোত্রী (1984)  ; মৈত্রী (1987) ভারতী (2012) 
  • আন্টার্কটিকায় অবস্থিত পৃথিবীর শীতলতম স্থান —– রাশিয়ার ভস্টক (গবেষণা কেন্দ্র)। এখানকার উষ্ণতা—- — 89.2°C 
  • আন্টার্কটিকায় অবস্থিত অষ্ট্রেলিয়ার গবেষণা কেন্দ্র————CASEY
  • আন্টার্কটিকা মহাদেশের তিনদিকে অবস্থিত জলভাগ——- আটলান্টিক মহাসাগর ; ভারত মহাসাগর ; প্রশান্ত মহাসাগর
  • আন্টার্কটিকা থেকে ভারত আসতে গেলে  উত্তর দিকে যেতে হবে।
  • আন্টার্কটিকা থেকে যে কোনো স্থানে যেতে হলে উত্তর দিকে যেতে হবে।
  • আন্টার্কটিকার সবথেকে কাছের মহাদেশ —– দক্ষিণ আমেরিকা
  • আন্টার্কটিকায় প্রথম ওজনহোল এর আবিস্কার হয়।
  • ভারতের গবেষণা কেন্দ্র মৈত্রীতে গ্রীন হাউস এর মাধ্যমে উদ্ভিদ উৎপাদনের প্রচেষ্টা চালাচ্ছে।
WBPSC Clerkship Online Quiz GK Free Mock Test 06
আমাদের যে কোনো E-Book সরাসরি WhatsApp এর মাধ্যমে কিনতে বা কোনো সমস্যা হলে নিচের বটনে ক্লিক করে মেসেজ করুন -

Share This:

Leave a Comment

Our Student's Success

Item added to cart.
0 items - 0.00
Sorry this site disable right click
Sorry this site disable selection
Sorry this site is not allow cut.
Sorry this site is not allow copy.
Sorry this site is not allow paste.
Sorry this site is not allow to inspect element.
Sorry this site is not allow to view source.