05 December 2024 Current Affairs in Bengali: বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 05 ডিসেম্বর 2024

Published On:
পরীক্ষা প্রস্তুতি অ্যাপ:
  

05 December 2024 Current Affairs in Bengali: যে কোন কম্পিটিটিভ পরীক্ষার জন্য যেমন জিকে , গণিত , রিজিনিং ,  ইংরেজি জানা প্রয়োজন। ঠিক সেরকম কারেন্ট অ্যাফেয়ার্স জিকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ। আজ আমরা 2024 সালের 05 ডিসেম্বর এর কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানব। আর দেরি না করে সকলে পোস্টটি ভালো করে পড়ো। সমস্ত ধরনের চাকরির পরীক্ষাতেই ( WBP , KP , Rail , Bank , Wbcs , SSC , Group C & D , Others ) কারেন্ট অ্যাফেয়ার্স এ থাকে।

05 December 2024 Current Affairs in Bengali

M.C.Q Quiz

OnlineQuiz
TopicCurrent Affairs
Date03/12/2024
No of C.A12
LanguageBengali
Time60S / Question

Q.1. প্রতি বছর ভারতীয় নৌবাহিনী দিবস কবে পালিত হয়?

  • a. 3 ডিসেম্বর
  • b. 4 ডিসেম্বর
  • c. 5 ডিসেম্বর
  • d. এগুলোর মধ্যে কোনোটি নয়

Q.2. সম্প্রতি 43 তম ভারতীয় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিহার প্যাভিলিয়নকে কোন পুরস্কারে সম্মানিত করা হয়েছে?

  • a. রৌপ্য
  • b. ব্রোঞ্জ
  • c. স্বর্ণ
  • d. এগুলোর মধ্যে কোনোটি নয়

Q.3. সম্প্রতি ‘রাজ মনচন্দা’র মৃত্যু হয়েছে। তিনি কে ছিলেন?

  • a. লেখক
  • b. সাংবাদিক
  • c. স্কোয়াশ খেলোয়াড়
  • d. এগুলোর মধ্যে কোনোটি নয়

Q.4. সম্প্রতি রাতাপানি অভয়ারণ্য কোন রাজ্যের নবম টাইগার রিজার্ভ হয়েছে?

  • a. আসাম
  • b. মধ্যপ্রদেশ
  • c. মহারাষ্ট্র
  • d. এগুলোর মধ্যে কোনোটি নয়

Q.5. সম্প্রতি কোন স্থান ‘ওয়ার্ল্ড ক্রাফট সিটি’র খেতাব পেয়েছে?

  • a. লেহ
  • b. লাদাখ
  • c. শ্রীনগর
  • d. এগুলোর মধ্যে কোনোটি নয়

Q.6. সম্প্রতি অক্সফোর্ড ইউনিভার্সিটি কোন শব্দকে ‘ওয়ার্ড অফ দ্য ইয়ার’ হিসেবে ঘোষণা করেছে?

  • a. Brat
  • b. Brain Rot
  • c. Manifest
  • d. এগুলোর মধ্যে কোনোটি নয়

Q.7. সম্প্রতি কে অ্যাস্টার গার্ডিয়ানস গ্লোবাল নার্সিং অ্যাওয়ার্ড 2024 জিতেছেন?

  • a. এইচ. রিচার্ড
  • b. মারিয়া এডওয়ার্ড
  • c. মারিয়া ভিক্টোরিয়া জুয়ান
  • d. এগুলোর মধ্যে কোনোটি নয়

Q.8. সম্প্রতি এশিয়ার প্রথম জল পরিবহন পরিষেবা ‘উবার শিকারা’ কোথায় শুরু হয়েছে?

  • a. বুলার লেক
  • b. ডাল লেক
  • c. চিলকা লেক
  • d. এগুলোর মধ্যে কোনোটি নয়

Q.9. সম্প্রতি কোন দেশ প্রথমবার দৃষ্টিহীন মহিলা টি-২০ বিশ্বকাপের আয়োজন করবে?

  • a. ভারত
  • b. ইংল্যান্ড
  • c. অস্ট্রেলিয়া
  • d. এগুলোর মধ্যে কোনোটি নয়

Q.10. সম্প্রতি কোন দেশের প্রাক্তন ক্রিকেটার ইয়ান রেডপাথের মৃত্যু হয়েছে?

  • a. ইংল্যান্ড
  • b. অস্ট্রেলিয়া
  • c. নিউজিল্যান্ড
  • d. এগুলোর মধ্যে কোনোটি নয়

03 December 2024 Current Affairs in Bengali: বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 03 ডিসেম্বর 2024

আমাদের যে কোনো E-Book সরাসরি WhatsApp এর মাধ্যমে কিনতে বা কোনো সমস্যা হলে নিচের বটনে ক্লিক করে মেসেজ করুন -

Share This:

Leave a Comment

Our Student's Success

Item added to cart.
0 items - 0.00
× close ad